প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ০০:০০
চলমান লকডাউনের ৪র্থ দিনে গতকাল রোববার ফরিদগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ১৩ মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তারের নেতৃত্বে ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলের উপস্থিতিতে ফরিদগঞ্জ বাজার, ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড, কালিরবাজার চৌরাস্তা, চরকুমিরা চৌরাস্তা, চরকুমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা, উত্তর চরভাগল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা, গোয়ালভাওর বাজার, রামপুর বাজারে মাস্ক না ব্যবহার করা, স্বাস্থ্যবিধি না মানা ও বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে দ-বিধি ১৮৬০-এর ২৬৯ ধারায় ১৩টি মামলায় ১০ হাজার জরিমানা করা হয়।