প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ঢালিরঘাট বাজারে চলমান লকডাউনে কোনো নিয়ম-নীতি মানা হচ্ছে না। এ বাজারে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রেখে বেচা-কেনা করা হয়। বাজারে প্রবেশ করলে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ক্রেতা-বিক্রেতা কেউ মাস্ক ব্যবহার করছে না। বাজারে আগত লোকজনের ভিড় দেখলে মনে হয় ঈদের বাজার বসেছে। বাজারের ব্যবসায়ীদের মধ্যে কিছু কিছু ব্যবসায়ী মাস্ক ব্যবহার করে থাকে। লকডাউন চলাকালীন কিছু দোকান বন্ধ রাখা হলেও বাকি দোকানগুলো খোলা রেখে ভিড় করে মাস্ক বিহীন বেচা-কেনাতে ব্যস্ত থাকতে দেখা যায়। এ পরিস্থিতি চলতে থাকলে ঢালিরঘাট ও আশপাশের এলাকায় করোনা বৃদ্ধি পাবে। এ ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।