প্রকাশ : ০৭ নভেম্বর ২০২১, ০০:০০
৫০তম জাতীয় সমবায় দিবস
প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে সরকার উদ্যোক্তাদের ২ পার্সেন্ট হারে ঋণ দিচ্ছে : অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদা আক্তার
‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ৫০তম জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ নভেম্বর শনিবার দুপুরে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
|আরো খবর
এতে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার। তিনি তাঁর বক্তব্যে বলেন, সমবায় কখনো একা করতে পারে না। সমবায় সম্মিলিত প্রচেষ্টায় হয়। সমবায় একটি যৌথ শক্তি। সরকার মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন প্রণোদনা দিতে প্রস্তুত। সমবায়ের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়। আর সেই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে উদ্যোক্তাদের ২ পার্সেন্ট হারে ঋণ দিচ্ছে সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ (অপরাধ ও প্রশাসন) সুপার সুদীপ্ত রায়। জেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের সম্পাদক মোঃ আলী আরশাদ মিয়াজী। সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা সমবায় অফিসার মোঃ দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন জেলা সমবায় পরিদর্শক অমল চন্দ্র নন্দী, দি চাঁদপুর মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সভাপতি এসএম জাকারিয়া ও সহ-সভাপতি মোঃ কামাল হোসেনসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন উদ্যোক্তার মাঝে এক লাখ টাকা করে ঋণ প্রদান করা হয় এবং শ্রেষ্ঠ সমবায়ীদের পুরস্কৃত করা হয়।