সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২১, ০০:০০

গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার প্যান্ডেল ভাংচুর
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূলের বর্ধিত সভাকে সামনে রেখে নির্মিত প্যান্ডেল কে বা কারা ভেঙ্গে ফেলেছে। উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা আওয়ামী লীগ বর্ধিত সভা স্থগিত করেছে। তবে পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ বিবৃতিতে আগামী ২০ অক্টোবর বুধবার স্থগিত বর্ধিত সভা করার সিদ্ধান্ত জানান।

জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১৭ অক্টোবর রোববার ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূলের বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এই সভা উপলক্ষে হাঁসা আল-আমিন মাদ্রাসার পাশের একটি মাঠে প্যা-েল করে ইউনিয়ন আওয়ামী লীগ। রোববার সকালে ইউনিয়ন আওয়ামী লীগ ও মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীর লোকজন এসে প্যান্ডেলটি ভেঙ্গে ফেলেছে দেখতে পান।

মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির পাটওয়ারী প্যান্ডেল ভাঙ্গার বিষয়টিকে দুঃখজনক অ্যাখা দিয়ে দলীয় কর্তৃপক্ষকে এ ব্যাপারে তদন্ত করার দাবি জানান।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আমরা শনিবার সন্ধ্যার মধ্যেই প্যান্ডেল তৈরি করে বাড়ি চলে যাই। সকালে এসে দেখি প্যান্ডেলটি ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়েছে। রাতে কে বা কারা এই ঘটনা ঘটায়। এই কারণে রোববার অনুষ্ঠিত তৃণমূলের বর্ধিত সভা স্থগিত করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার বলেন, দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টির চেষ্টা চলছে। ফরিদগঞ্জে আওয়ামী লীগের কঠোর অবস্থানের কারণে তা না করতে পারায় রাতের আঁধারে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার প্যান্ডেল ভাঙ্গা হয়েছে বলে আমার ধারণা। এরা কারা তা চিহ্নিত করা জরুরি। ভাংচুরকারীরা প্যান্ডেলে থাকা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনাও ঘটিয়েছে। ঘটনা কারা ঘটিয়েছে তার তদন্ত হওয়া প্রয়োজন।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী তাঁর নিজের ফেসবুক টাইমলাইনে উদ্ভূত পরিস্থিতির কারণে স্থগিত করা গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ও চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল বর্ধিত সভা আগামী ২০ অক্টোবর বুধবার পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়