সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২১, ০০:০০

নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে
প্রবীর চক্রবর্তী ও নূরুল ইসলাম ফরহাদ ॥

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব এবং ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে খাজুরিয়া বাজারস্থ ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস বেগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের পরিচালনায় দলীয় প্রার্থীর তথ্য সংগ্রহকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সহিদ উল্যা তপাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগের নেতা কামরুজ্জামান সবুজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহআলম শেখ, আবু তালেব সর্দার, ইকবাল হোসেন মিঠু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউসারুল আলম কামরুলসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতাণ্ডকর্মী প্রস্তাব ও সমর্থনে ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন : ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস বেগ, আ্যডঃ মাহাবুব রহমান, আওয়ামী লীগ নেতা বুলবুল আহম্মেদ, জাকির হোসেন মিজি, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম আজাদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ আমিন।

এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সকালে গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও মিজান ভদ্রের পরিচালনায় উল্লেখিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতাণ্ডকর্মীদের প্রস্তাব ও সমর্থনে ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন : ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, বর্তমান চেয়ারম্যান আব্দুল গণি বাবুল পাটওয়ারী, মিজান ভদ্র, আনোয়ার হোসেন খোকন আখন্দ, ঢাকাস্থ প্রাক্তন ছাত্রলীগ ফোরামের সাধারণ সম্পাদক বেনজির আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন মাস্টার ও আওয়ামী লীগ নেতা ফরিদ আহম্মেদ বেপারী।

বর্ধিত সভায় বক্তারা বলেন, উপজেলা আওয়ামী লীগ তৃণমুল পর্যায়ের দলীয় প্রার্থী নির্বাচনের জন্যে পোস্ট অফিসের ভূমিকা পালন করছে। এখানে যারা দলীয় মনোনয়ন পেতে আগ্রহী আমরা প্রত্যেকের বায়োডাটাসহ সকল তথ্য সংগ্রহ করছি। আমরা সকল প্রার্থীর নাম রেজুলেশনভুক্ত করে কেন্দ্রে পাঠাবো। এরপর কেন্দ্র নির্ধারণ করবে তারা কাকে নৌকার প্রার্থী হিসেবে বাছাই করবেন। তাই আমাদের কথা একটাই, যারা এখানে প্রার্থী হতে এসেছেন প্রত্যেককে দলের জন্যে কাজ করতে হবে। নৌকা যিনি পাবেন তার জন্যে সকলকে মাঠে নামতে হবে। মোট কথা হলো আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়