প্রকাশ : ০৯ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুরের সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক এবং অনন্যা নাট্যগোষ্ঠীর দীর্ঘদিনের সাবেক সভাপতি রোটাঃ লায়ন কাজী মাহবুবুল হক রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ অক্টোবর শুক্রবার বাদ জুমা তরপুরচ-ী ইসলামিয়া তাফাজ্জল কাজী হাফিজিয়া মাদ্রাসার জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে মরহুমের ভাইয়েরা, ২ ছেলে ও পরিবারসহ অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন শাহরাস্তির হাফেজ মাওঃ ক্বারী ওমর ফারুক মাসউদী।
উল্লেখ্য, গতবছর ২৮ সেপ্টেম্বর সোমবার রাত ৮টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করেন কাজী মাহবুবুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। পরে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ৩ দফা জানাজা শেষে পিতার কবরের পাশেই তাকে দাফন সম্পন্ন হয়। কাজী মাহবুবুল হকের পিতার নাম মরহুম কাজী তাফাজ্জল হোসেন। ৪ ভাই ও ১ বোনের মধ্যে কাজী মাহবুবুল হক সবার বড় ছিলেন। তিনি ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন।