রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২১, ০০:০০

মানুষের কল্যাণে কাজ করবে নারায়ণপুরের পাটোয়ারী ফাউন্ডেশন
রেদওয়ান আহমেদ জাকির ও আরিফ বিল্লাহ ॥

মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী পাটোয়ারী বাড়ির উদ্যোগে নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় দরিদ্র, অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

গতকাল ৮ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় নারায়ণপুর পাটোয়ারী বাড়ির সামনে ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ১শ’ পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পাটোয়ারী ফাউন্ডেশনের সভাপতি এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন পাটোয়ারীর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আমেরিকা প্রবাসী মোঃ আবু নাছের পাটোয়ারী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পাটোয়ারী ফাউন্ডেশনটি এলাকায় অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করছে। পরে সংগঠনটি উপজেলা ও জেলা পর্যায়ে মানুষের জন্যে কাজ করবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের সাবেক ডিএমডি মোঃ জাকির হোসেন, এনবিআরের যুগ্ম কমিশনার মুরাদ আহমেদ জুয়েল পাটোয়ারী, কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক শামীমা পাটোয়ারী, সমাজসেবক ও ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ মফিজুর রহমান মিলন, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, সাবেক শিক্ষক মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী ও সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা মিয়াজী। আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগদান করেন মোঃ ওমর ফারুক পাটোয়ারী।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আবু নাছের পাটোয়ারী ব্যক্তিগত তহবিল থেকে পাটোয়ারী বাড়ি সংলগ্ন হযরত হযরত ওমর (রাঃ) মাদ্রাসাকে ৫০ হাজার টাকা দান করেন।

উপস্থিত ছিলেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন, ফাউন্ডেশনের সদস্য মোঃ আব্দুল মতিন পাটোয়ারী (বুলু), এসএম ফারুক পাটোয়ারী (লুলু), মোঃ শাহজালাল সরকার, মোঃ সেলিম পাটোয়ারী, ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ জামাল হোসেন পাটোয়ারী, সদস্য মোঃ মেহেদী পাটোয়ারী, মোঃ টুটুল পাটোয়ারী, মোঃ সোলাইমান পাটোয়ারী, মোঃ মাসুদ পাটোয়ারী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র হাফেজ মাওলানা মোঃ নাজমুল হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়