প্রকাশ : ০৮ অক্টোবর ২০২১, ০০:০০
করোনাকালীন জনগণকে বিশেষ সেবা দেয়ার স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক পেলেন হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান লিটন। বিডি সমাচার ২৪ ডটকমের তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার তিনি জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপির কাছ থেকে এই সম্মাননা স্মারক গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুছ আফ্রাদ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিজান মালিক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ।
এক প্রতিক্রিয়ায় হাবিবুর রহমান লিটন জানান, আমার এই অর্জনের সবচেয়ে বড় অবদান চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ও সেক্টর কমান্ডার এবং আমাদের প্রিয় অভিভাবক মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম মহোদয়ের। যাঁর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী করোনাকালীন মানুষের জন্যে কাজ করার স্বীকৃতি হিসেবে গিয়ে আজ বিশেষ সম্মাননায় ভূষিত হলাম।