রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ০০:০০

হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার প্রার্থী এমএ তাহেরের মতবিনিময়
হাজীগঞ্জ ব্যুরো ॥

হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নির্বাচনে কমান্ডার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমএ তাহেরের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার বাকিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিক উল্লাহ খান কাজল।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ফরহাদ হোসেন রতন, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম বুলবুল, বীর মুক্তিযোদ্ধা আবিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তারিক উল্যাহ, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা তদবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মতিন খান, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব বৃটিশ, বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী, বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ইসহাক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শাহআলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বশির উল্যাহ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা মোতাহের হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম চুননুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কমান্ডার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমএ তাহের বলেন, দিন দিন আমরা মুক্তিযোদ্ধাগণ বয়সের কারণে চলে যাচ্ছি। কোন্ সময় কার ডাক এসে পড়ে তার হিসাব আল্লাহ রাব্বুল আলামীন ছাড়া কেউ জানেন না। যে ক’দিন আমরা মুক্তিযোদ্ধাগণ বেঁচে আছি, ততোদিন এক ও অভিন্ন থাকি। সেই আলোকে হাজীগঞ্জের সকল বীর মুক্তিযোদ্ধা ভাইকে এক কাতারে রাখার জন্যে আসছে জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত সংসদের জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অতীতে আপনারা আমাকে কমান্ডার বানিয়েছেন, আপনাদের আমানতের কোনো খেয়ানত আমি করিনি। আসছে নির্বাচনে আমি কমান্ডার প্রার্থী আপনাদের দোয়া ও ভোট প্রার্থনা করছি। আপনারা এ নির্বাচনে যোগ্যতাসম্পন্ন প্রার্থী নির্বাচিত করে আমাদের গর্বের ধন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার ও আমাদের সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলামের হাতকে শক্তিশালী করতে সহযোগিতা করবেন।

৪০ জন বীর মুক্তিযোদ্ধা মতবিনিময় সভায় অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়