রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ০০:০০

বাকশিসের বিশ্ব শিক্ষক দিবস পালন
অনলাইন ডেস্ক

৫ অক্টোবর বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখা কর্তৃক বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। ডিএন উচ্চ বিদ্যালয়ে বিকেল সাড়ে ৪টায় জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপ্রধানে এবং খেরুদিয়া দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাকশিস কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মতলব ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোশারেফ হোসেন, মুন্সিরহাট কলেজের অধ্যক্ষ এম.এ. মালেক, হাজীগঞ্জ দেশগাঁও কলেজের অধ্যক্ষ আজহারুল কবির, অধ্যক্ষ মমিনুল হক পাটোয়ারী, কারিগরি কলেজের অধ্যক্ষ হায়দার আলী এবং ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক সোয়েব আহম্মেদ, অধ্যাপক চৌধুরী খোরশেদ আলম, অধ্যাপক হারুন অর রশিদ, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মাইনুদ্দিন, অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন ও শরীফ হোসেন পাটোয়ারী।

সভায় বিশ্ব শিক্ষক দিবসটি জাতীয়ভাবে পালনের আহ্বান জানানো হয়। এছাড়াও দেশের শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করে শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, বাড়ি ও উৎসব ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন যৌক্তিক দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়। সভাশেষে বাকশিসের সাংগঠনিক সভাও অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়