প্রকাশ : ০৬ অক্টোবর ২০২১, ০০:০০
বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল ৫ অক্টোবর মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায়, আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কর্নেল ড. শাহাদাৎ হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি ও গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, সারাবিশে^ যত সেবাদানকারী প্রতিষ্ঠান আছে তার মধ্যে শিক্ষকদের প্রতিষ্ঠান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। শিক্ষাকে জাতীয়করণ করা না হলে শিক্ষকদের উন্নয়ন হবে না।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর কমিটির আহ্বায়ক মোঃ রেজাউল করিম, আল-আমিন একাডেমি ছাত্রী শাখার শিক্ষিকা নাছরিন পারভীন, সফরমালী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গনি, আল-আমিন একাডেমি স্কুলের সহকারী শিক্ষক তাজুল ইসলাম, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ওবায়দুর রহমান সরকার মোহন, ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসাইন, মোঃ ইসমাইল প্রধানিয়া, শম্ভুনাথ প্রমুখ।