প্রকাশ : ০৫ অক্টোবর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলা তথ্য আপা সেবা কেন্দ্রের পিআইসি সভা গতকাল ৪ অক্টোবর সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় পিছিয়ে পড়া নারীদের সার্বিক উন্নয়নে প্রকল্পের ৬টি সূচক বাস্তবায়নের বিষয়ে ব্যাপক সিদ্ধান্ত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির সভাপতিত্বে পিআইসি সভায় বক্তব্য রাখেন তথ্য সেবা কর্মকর্তা ও সদস্য সচিব লিমা মাহজাবিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সুধীজন প্রতিনিধি নূরুন্নবী নোমান, তথ্য সহকারী ইশরাত জাহান, আইরিশ আক্তার প্রমুখ।