প্রকাশ : ০৫ অক্টোবর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ পৌর এলাকার ইজিবাইক ও ব্যাটারি চালিত রিক্সা চালক এবং শ্রমিকরা গতকাল ৪ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
বিক্ষোভ মিছিলের পূর্বে মানববন্ধনে প্রায় দুশতাধিক চালক ও শ্রমিক অংশ নেয়। মানববন্ধনে সংগ্রাম পরিষদের জেলা নেতা কমরেড শাহজাহান তালুকদার ও স্থানীয় নেতা কমরেড হারুনুর রশীদ এবং শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ফরিদগঞ্জ পৌরসভা কর্তৃক ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক নিবন্ধনে অযৌক্তিক ও অস্বাভাবিক ফি প্রত্যাহার করতে হবে। অটোরিক্সার লাইসেন্সের যে ফি নির্ধারণ করা হয়েছে, আশেপাশের পৌরসভাগুলোর সাথে তার কোনো মিল নেই। পার্শ্ববর্তী প্রথম শ্রেণীর পৌরসভাগুলোতে অটোরিক্সার লাইসেন্সের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৪ থেকে ৬ হাজার টাকার মধ্যে। আমাদের ফরিদগঞ্জ পৌরসভা ২য় শ্রেণীর একটি পৌরসভা হওয়া সত্ত্বেও ট্যাক্সসহ সাড়ে ১৪ হাজার টাকা লাইসেন্স ফি কীভাবে হয় তা আমাদের বোধগম্য নয়। অবিলম্বে আমাদের দাবি মেনে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের রুটি-রোজগার করে বাঁচার সুযোগ দিন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এদিকে অটোবাইক নিবন্ধনের বিষয়টি নিয়ে পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, রাস্তায় গাড়ি চললে কর্তৃপক্ষ থেকে যানবহনের লাইসেন্স করা বাধ্যতামূলক। সেই মোতাবেক পৌর কর্তৃপক্ষ লাইসেন্স করার নিদের্শনা দিয়েছে। মানববন্ধনকারীরা আমাকে কিছুই জানায় নি। তারা আমার কাছে কোনো আবেদন করেন নি, তাই এ বিষয়ে আমি কিছ্ইু জানি না।