প্রকাশ : ০৫ অক্টোবর ২০২১, ০০:০০
মা ইলিশ রক্ষায় মতলবে মেঘনা নদীতে অভিযান
ইলিশের প্রধান প্রজনন মৌসুম নিরাপদ করতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদ-নদী এবং সাগরে সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা চলাকালে ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়েছে উপজেলা টাস্কফোর্স। ৪ অক্টোবর সোমবার দুপুরে মেঘনা নদীর মোহনপুর থেকে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান, ইউএনওর সিএ আমিনুল ইসলাম ও নৌ পুলিশ এই অভিযানে সহায়তা করেন।
অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, ইলিশের প্রজনন নিরাপদ করতে গত ৩ অক্টোবর দিবাগত রাত থেকে ২২ দিনের জন্যে নদ-নদী এবং সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। মতলব অঞ্চলে ইলিশের প্রজনন ক্ষেত্র বেশি। আমরা মা ইলিশ রক্ষা প্রহরী হিসেবে কাজ করবো। সরকারি নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা । এ অভিযান অব্যাহত থাকবে।