প্রকাশ : ০৩ অক্টোবর ২০২১, ০০:০০
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ফরিদগঞ্জের পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন। শুক্রবার (১ অক্টোবর) বিকেলে থানায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোঃ বাহার মিয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিতেশ চন্দ্র শর্মা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পরেশ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক তপন মজুমদার, পূজা পরিষদের সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, সিনিয়র সহ-সভাপতি সমরেন্দ্র মিত্র, পরেশ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক প্রবীর চক্রবর্তী, ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবিদাস, শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক ও গল্লাক কলেজ অধ্যক্ষ হরিপদ দাস।