প্রকাশ : ০৩ অক্টোবর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের আইউব আলী খান শিক্ষা কমপ্লেক্সের গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক মরহুম আইউব আলী খানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) সকালে গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদের সভাপ্রধানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ড. আইনুল কবির।
বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক বিপ্লব চক্রবর্তীর পরিচালনায় বক্তব্য রাখেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেবুল্লাহ খান, সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক সহকারী অধ্যাপক বেলায়েত হোসেন খান, ইউপি চেয়ারম্যান ইসকান্দার আলী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, শিক্ষানুরাগী আঃ সাত্তার পাটওয়ারী, আব্দুল আউয়াল খান, হুমায়ুন কবির খান, জসিম উদ্দিন খান, মুকবুল আহমেদ বিএসসি, সাবেক অধ্যক্ষ এম তবিবুল্লাহ, অ্যাডঃ জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন, ইউপি সদস্য তাজুল ইসলাম। ভার্চুয়ালি বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক ছাত্র মেজর সৌরভ। স্মরণসভা শেষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাওলানা মোফাজ্জ্বল হোসেন মিলাদ ও দোয়া পরিচালনা করেন।