প্রকাশ : ০৩ অক্টোবর ২০২১, ০০:০০
সাবেক প্রধানমন্ত্রী ও বষীয়ান জাতীয় নেতা মিজানুর রহমান চৌধুরীর সহধর্মিণী মরহুমা সাজেদা মিজানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১ অক্টোবর শুক্রবার মরহুমার পরিবারের পক্ষ থেকে এ মৃত্যুবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা পুরাণবাজার চৌধুরী বাড়ি বাইতুল হাফিজ জামে মসজিদে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জাফরাবাদ মাদ্রাসার মোহতামেম খাজা আহমদুল্লা এই দোয়া ও মুনাজাত পরিচালনা করেছেন।
দোয়া ও মুনাজাতের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও মরহুমার মেঝো ছেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লা মিজান রাজু চৌধুরী। পরে তারা সাবেক প্রধানমন্ত্রী মরহুম মিজানুর রহমান চৌধুরী ও তার সহধর্মিণী মরহুমা সাজেদা মিজান চৌধুরীর কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তাঁর স্ত্রী হিসেবে সাজেদা মিজান চৌধুরী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছিলেন।