রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২১, ০০:০০

যানবাহন মালিকদের সাথে নিরাপদ সড়ক বাস্তবায়নে সচেতনতামূলক সভা
স্টাফ রিপোর্টার ॥

নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন যানবাহন মালিকদের সাথে নিরাপদ সড়ক বাস্তবায়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ অক্টোবর শুক্রবার চাঁদপুর শহরের কর্নার প্লাজায় নিসচার জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সোহেল রুশদী। তিনি তার বক্তব্যে বলেন, নিরাপদ সড়ক এখন গণমানুষের দাবি। এ দাবি বাস্তবায়নে চাই আগে আমাদের সচেতনতা। আমরা সচেতন হলে দুর্ঘটনা কমে আসবে। রাস্তা পারাপারে ট্রাফিক আইন মেনে পথ চলতে হবে। তিনি আরো বলেন, চাঁদপুর জেলা শহরে নিরাপদ সড়কের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মানুষের কল্যাণে কাজ করা হচ্ছে। আমার বিশ^াস সড়কে শৃঙ্খলা ফেরাতে চাঁদপুরকে মডেল করতে পারবো।

জেলা সভাপতি এমএ লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভা ইজিবাইক মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরী। অন্যান্য যানবাহন মালিকদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদ উদ্দিন, আনোয়ার হোসেন, মোহাম্মদ হানিফ গাজী, মোঃ নুরুল ইসলাম, ওমর ফারুক, আবু তাহের, রুবেল বেপারী, নিসচার সহ-সভাপতি মাওলানা মোঃ আবদুর রহমান গাজী, সহ-সাধারণ সম্পাদক মুসাদ্দেক আল আকিব প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নিসচার সদস্য মোঃ আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন নিসচার সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফরহাদ আলম, শরিফুল ইসলাম, মোহাম্মদ নূর-ই-আলম, রহমত আলী রিপন ও রুবেল বেপারী এবং বিভিন্ন যানবাহনের মালিকগণ।

উল্লেখ্য, নিসচার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন ছিল বিভিন্ন যানবাহন মালিকদের সাথে নিরাপদ সড়ক বাস্তবায়নে সচেতনতামূলক সভা। দ্বিতীয় কর্মসূচি হলো আগামী ৯ অক্টোবর শনিবার সকাল ১১টায় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ও ডিসি অফিস সম্মুখে পথসভা, মাস্ক বিতরণ ও ডিভাইডার স্থাপন। তৃতীয় কর্মসূচি ১৫ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় নিসচার কার্যালয়ে বিভিন্ন যানবাহন চালকদের প্রশিক্ষণ। চতুর্থ কর্মসূচি ২২ অক্টোবর শুক্রবার জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের সাথে দিবস পালন এবং মরহুমা জাহানারা কাঞ্চনের জন্য চিশতিয়া জামে মসজিদে ঐদিন বাদ আছর মিলাদ ও দোয়া অনুষ্ঠান। পঞ্চম দিনে ২৩ অক্টোবর শনিবার সকাল ১১টায় ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের নিরাপদ সড়ক বিষয়ে ক্যাম্পেইন। ৬ষ্ঠ দিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে এবং নিরাপদ সড়ক বিষয়ে বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাবে সেমিনার অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়