প্রকাশ : ০৩ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর ড্রামার ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২দিনব্যাপী নাট্যানুষ্ঠানের সমাপনী দিনে ‘চোর চোর’ নাটক মঞ্চস্থ হয়েছে। ১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে নাটকটি মঞ্চস্থ করা হয়। নাটক শুরুর পূর্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। এ সময় তিনি বলেন, চাঁদপুরের মানুষ যে সংস্কৃতিমনা তা করোনাকালীন দুঃসময় কাটিয়ে সংগঠনগুলোর নাটকে ফেরার মধ্য দিয়েই প্রমাণিত করে। আমি বিশ^বিদ্যালয় জীবনে অধ্যয়নকালে অনেক নাটক দেখেছি। মঞ্চে নাটক সমাজের অসংগতিগুলো ফুটিয়ে তোলে। চাঁদপুরের নাট্য সংগঠন চাঁদপুর ড্রামা ৩৭ বছর অতিক্রম করা গৌরবের বিষয়।
তিনি আরো বলেন, নাটকের মাধ্যমে সমাজের প্রতিচ্ছবি ফুটে উঠে। আমি চাঁদপুর ড্রামার সকল নাট্যকর্মীকে শুভেচ্ছা জানাই ও তাদের সফলতা কামনা করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। চাঁদপুর ড্রামার সভাপতি তপন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মানিক পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, জেলা স্কাউট সম্পাদক অজয় কুমার ভৌমিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জ্বল হোসেন এসডু পাটওয়ারী, জেলা অটোরাইস মিল মালিক সমিতির সাবেক সভাপতি পরেশ মালাকার প্রমুখ। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে চাঁদপুর ড্রামার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর ড্রামার সাবেক সভাপতি অ্যাডঃ জহিরুল ইসলাম। এদিকে ‘চোর চোর’ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মানিক পোদ্দার, মজিবুর রহমান দুলাল, পরিমল দাস নুপুর, আফসানা আক্তার তন্নী, খায়রুল ইসলাম পিপল প্রমুখ।
‘চোর চোর’ নাটকটির রচনায় ছিলেন জিয়া আনসারী এবং নির্দেশনায় ছিলেন ননী গোপাল দে, সহ-নির্দেশনায় মজিবুর রহমান দুলাল। চাঁদপুর ড্রমার উপদেষ্টা ও কার্যকরী কমিটির সদস্যগণসহ অসংখ্য দর্শক উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন।
নাটক শেষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন কৃষি ব্যাংকের সহকারী ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, লেডি দেহলভী হাইস্কুলের প্রধান শিক্ষক ইলিয়াস মিয়া, ব্যবসায়ী গিয়াস উদ্দিন চৌধুরী ও সংগঠক মুরাদ হোসেন খান।