প্রকাশ : ০২ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার সন্তান বেলায়েত হোসেন গাজী বিল্লালকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
গতকাল ১ অক্টোবর শুক্রবার সকালে বাগাদী ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা বাগাদী ইউপি কার্যালয়ে মুক্তিযোদ্ধার সন্তান, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লালকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে এবং সমর্থন জানিয়ে এক মতবিনিময় সভা করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল। চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আঃ মান্নান মিয়াজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাগাদী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শহীদ মোল্লা, প্রবীণ আওয়ামী লীগ নেতা বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আঃ বারেক গাজী, মুক্তিযোদ্ধা আঃ রহিম গাজী, মুক্তিযোদ্ধা আঃ মজিব খান, মুক্তিযোদ্ধা অলিউল্যাহ, মুক্তিযোদ্ধা আবুল বাশার, মুক্তিযোদ্ধা ডাঃ আঃ রাজ্জাক, মুক্তিযোদ্ধা রেজাউল করিম, মুক্তিযোদ্ধা বাচ্চু খান, মুক্তিযোদ্ধা শাহজাহান, মুক্তিযোদ্ধা রুহুল আমিন চৌধুরী, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খান, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান কবির শাজু মাস্টার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম খান, আবু বকর স্বপন মাস্টার প্রমুখ।
মুক্তিযোদ্ধারা বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমরা মুক্তিযোদ্ধারা আমাদের মুক্তিযোদ্ধার সন্তান বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লালকে পুনরায় বাগাদী ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।