প্রকাশ : ০২ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের আবাসিক এলাকা গুয়াখোলায় গলায় ফাঁস দিয়ে সাদিয়া আক্তার সাথী (১৮) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সাথী আল আমিন একাডেমী ছাত্রী শাখার এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী।
১ অক্টোবর শুক্রবার রাত ৮টার সময় গুয়াখোলা এলাকার ইউনুছ গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। সাথী আক্তার এই এলাকার গিয়াস উদ্দিন তাঁতীর মেয়ে। তার ২ ছেলে ১ মেয়ে।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই ইকবাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্যে মৃতদেহ থানায় নিয়ে যান। কী কারণে মেয়েটি আত্মহত্যা করেছে স্বজনরা কিছুই জানেন না বলে জানান।
নিহত সাথীর মা সালমা বেগম জানান, ছোট ছেলেকে মাদ্রাসায় নিয়ে যেতে আছর নামাজের পর তিনি বাইরে বের হন। তখন ঘরে মেয়ে একাই ছিলো। সন্ধ্যার পর ঘরে ফিরে দেখেন ঘরের একটি রুম আটকানো। প্রতিবেশি ও স্বজনরা এসে দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে দেখেন গলায় শাড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে ঘরের ফ্যানের রডের সঙ্গে সাথীর মৃতদেহ ঝুলছে। পরে তারা নামিয়ে রাখেন।
তিনি আরো জানান, আমি বাসায় ছিলাম না। সাথীর বাবাও বাসায় ছিলো না। সন্ধ্যার পর বাসায় এসে দেখি সাথী এ ঘটনা ঘটিয়েছে। সাথী কিছুদিন আগেও ঢাকায় তার মামার বাড়ি থেকে বেরিয়ে এসেছে। কেনো এমন টা করলো বুঝতে পারছি না।
এদিকে আত্মহত্যার খবর পেয়ে ওই বাড়িতে মহল্লার বহু মানুষকে ভিড় করতে দেখা যায়।