প্রকাশ : ০২ অক্টোবর ২০২১, ০০:০০
নির্বাচন কমিশন ঘোষিত চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ২ অক্টোবর থেকে বৃহস্পতিবার ৬ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছে।