রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

রহিমানগরে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ
মোহাম্মদ মহিউদ্দিন/ফরহাদ চৌধুরী ॥

কচুয়া উপজেলার রহিমানগর বাজারে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাছানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদকৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে-রাজ হোটেল, ইসলামিয়া হোটেল এন্ড সুইটমিট, আলামিন সুপার মার্কেট, জে. কে. শপিং সেন্টার ও আলপনা টেইলার্স।

উচ্ছেদ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাছান জানান, জেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত জায়গা লীজ গ্রহণের পর শর্ত ভঙ্গ করে দ্বিতল ভবন ও ছাদ নির্মাণ করার অভিযোগে ব্যবসায়ীদেরকে ২০১৬ সালে কারণ দর্শানো নোটিস প্রদান করা হয়। উপযুক্ত কারণ দর্শানোর জবাব দিতে ব্যর্থ হওয়ায় জেলা পরিষদ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার রায় অনুসারে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এদিকে ক্ষতিগ্রস্ত রাজ হোটেলের মালিক আনোয়ার উল্যাহ ও ইসলামিয়া হোটেল এন্ড সুইটমিটের মালিক মরহুম খলিলুর রহমানের পুত্র শাহজাহান ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০১৬ সালে ছাদ নির্মাণের বিষয়ে আমাদেরকে নোটিস দেয়া হলেও পরবর্তীতে আর কোনো নোটিস দেয়া হয়নি। জেলা পরিষদের জায়গায় লীজ নিয়ে ২০১০ সালে এ বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান দ্বিতল ও ত্রিতল হিসেবে নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছে। ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অদ্যাবধি কোনো ব্যবস্থা নেয়া হয়নি। আমাদের প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ করে আমাদের প্রতি জুলুম করা হয়েছে। ছাদ নির্মাণ প্রসঙ্গে বলেন, রহিমানগর বাজারে প্রায়ই ডাকাতি, অগ্নিকা-ের ঘটনা ঘটে থাকে। ডাকাতি ও অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেতে ছাদ নির্মাণ করা হয়েছে। আমাদেরকে যদি উচ্ছেদের পূর্বে নোটিস প্রদান করা হতো তাহলে আমরা এতো বড় ক্ষতির শিকার হতাম না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়