রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সাক্ষরতা দিবস পালন

চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সাক্ষরতা দিবস পালন
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের উদ্যোগে সাক্ষরতা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার ২৫ সেপ্টেম্বর বিকেলে চাঁদপুর শহরের বকুলতলা রোডস্থ রেলওয়ে শিশু বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের জয়েন্ট সেক্রেটারী ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া আরএফএসএম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রোটারিয়ান ডাঃ মাসুদ হাসান ও রোটাঃ ডাঃ রাশেদা হাসান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইনার হুইল ক্লাব একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারী সংগঠন। এই ক্লাবের সদস্যরা আজকে সাক্ষরতা দিবস উপলক্ষে স্কুলের ছোট ছোট সোনামণির হাতে খাতা, কলম তুলে দিয়েছে। দারিদ্র্য বিমোচনের জন্য শিক্ষাই হচ্ছে প্রধান হাতিয়ার। তাই সমাজে শিক্ষার সুযোগ বঞ্চিত যারা, তাদের শিক্ষিত হিসেবে গড়ে তোলার চেষ্টাই হলো সাক্ষরতা।

বিশেষ অতিথি তাদের বক্তব্যে বলেন, সাক্ষরতা শুধু অক্ষর, নাম, লিখা নয়। সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ভালো মন্দ জানা এবং সমাজের উপকারে নিজেকে তৈরি করা। ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রোটাঃ মাহমুদা খানম, ভাইস প্রেসিডেন্ট রওশন আক্তার, মিতু আক্তার, পিপি তাসলিমা মুন্নী, আইএসও আফরোজা পারভীন, এডিটর নাসরিন হোসেন নওশীন, মেম্বার রেবেকা সুলতানা ও রুবিনা মরিয়ম।

সার্বিক সহযোগিতায় ছিলেন রেলওয়ে শিশু বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট কাজী আজিজুল হাকিম নাহিন।

সবশেষে শিক্ষার্থীদেরকে করোনার হাত থেকে বাঁচার জন্যে স্বাস্থ্যবিধি মানার প্রয়োজনে মাস্ক প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়