প্রকাশ : ৩০ জুন ২০২১, ০০:০০
আবদুল্লাহ আল মাহমুদ জামানকে জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক দলের বিদায় সংবর্ধনা
চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গত ২৮ জুন সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি বলেন, আমি যাদের সাথে কাজ করি, আমি তাদের নিজের মনে করি। আপনারা জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক মানে আপনারা আমার। জামান খুবই দক্ষ একজন অফিসার, প্রশাসনে খুবই দায়িত্বশীলতার সাথে কাজ করেছে। জামানকে পেয়ে আমাদের অনেক ভালো হয়েছে।
|আরো খবর
তিনি স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বলেন, আমাদের অনেক বিষয় নিয়ে কাজ করতে হয়। এজন্যে আমি দূর থেকে যাচাই করেছি আপনাদের সম্পর্কে। যেখানে আপনাদের ভালোটাই দেখেছি। আপনারা আমাদের জন্যে একটা শক্তি। আপনাদের গ্রহণযোগ্যতা বেড়েছে আপনাদের কাজের কারণে। আপনারা অসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
বিদায়ী সংবর্ধনা অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। তিনি বলেন, জেলা প্রশাসক যদি অনুমোদন না দেন তাহলে একজন এডিসি কাজ করতে পারেন না। আমি এদিক থেকে অনেক ভাগ্যবান। আমার কর্মকালীন সময় ২জন ডিসি আমাকে সব ধরনের সহায়তা করেছিলেন। করোনাকালীন সময় থেকে শুরু করে সবধরনের সহায়তা করেছে এ স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। শুধু করোনাকালীন সময়েই নয় ‘মা ইলিশ’ রক্ষার ক্ষেত্রেও স্বেচ্ছাসেবকরা কাজ করেছে। এত দীর্ঘ সময়ে বাংলাদেশের কোথাও স্বেচ্ছাসেবকরা কাজ করেছে কিনা আমার জানা নেই।
তিনি স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বলেন, আমাকে যেভাবে ভালোবেসে আপনারা স্বেচ্ছাসেবকের কাজ করেছেন, ভবিষ্যতেও জেলা প্রশাসনকে সহায়তা করবেন। আমি না থাকলেও আপনারা জেলা প্রশাসনের পাশে থাকবেন। ভালো কাজেও অনেক আনন্দ পাওয়া যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইমতিয়াজ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সদস্য ও জেলা বাপসার সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস রোকন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল আউয়াল রুবেল।
স্বেচ্ছাসেবক দলের টিম লিডার ওমর ফারুকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ মেহেদী হাসান মানিক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সেলিম রেজা, জাহিদুল হক মিলন, মোঃ মাইনুল ইসলাম, মোঃ ওয়াসিম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাইনুল ইসলাম।