প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৭:১৭
ফরিদগঞ্জে আগুনে পুড়লো বসতঘর
ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে আগুনে অন্তত ৫ লাখ টাকার সম্পদহানি হয়েছে। এ সময় দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। বুধবার (৪ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
জানা গেছে, পূর্ব দায়চারা গ্রামের পালের বাড়ির মৃত ফয়েজ উল্লাহর বসত ঘরে মঙ্গলবার (৪ ডিসেম্বর) হঠাৎই আগুন লাগে।
মৃত ফয়েজ উল্লাহর ছেলে হাফেজ মাসুদুর রহমান বলেন, এ ঘরটিতে শুধু আমার মা আর ছোট ভাই থাকে, বর্তমানে ছোট ভাই ঢাকাতে পড়াশোনা করে। সকালে তোষকে আগুন লাগলে মা নিভিয়ে ফেলেন। পরে মা বিভিন্ন কাজে ঘরের বাইরে যান। এর মধ্যে আগুনে সব পুড়ে যায়। ঘর থেকে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি মায়ের পরনের পোশাক ছাড়া। আমাদের ক্ষয়ক্ষতি প্রায় ৫/৬ লাখ টাকার মতো হয়েছে।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামরুল হাসান জানান, খবর পেয়ে দ্রুত আগুন নিভানোর চেষ্টা করেছি। আগুন দ্রুত ছড়িয়ে পড়াতে তেমন কিছুই রক্ষা হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি।