প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ২১:০৬
বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর কমে ১০০ হলো
সিভিল সার্ভিসে নিয়োগে বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বিসিএসে ভাইবার (মৌখিক পরীক্ষা) নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। আমাদের যেহেতু নতুন আইন, ২০২৪ এর আইন। সিনিয়র সচিব বলেন, টোটাল পরীক্ষাটা আগে ১১০০ নম্বরে দিতে হতো। এখন ১০০০ মোট নম্বর। ভাইভা হবে ১০০ নম্বরে।
এর আগে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করার জন্য বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পিএসসি মনে করছে, ২০০ নম্বরের মৌখিক পরীক্ষার কারণে অনেকে অনিয়মের ফাঁকফোকর খোঁজে। লিখিত পরীক্ষায় কম নম্বর পেয়েও অনেকে মৌখিকে বেশি পেয়ে যায়। এখানে বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। সেই অনৈতিক সুবিধা পাওয়ার সুযোগটি বন্ধ করার দাবি রয়েছে। সেজন্য মৌখিকে নম্বর কমানোর প্রস্তাব দিয়েছে পিএসসি। সূত্র : জাগো নিউজ।