প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ২০:০২
শীতার্তদের মাঝে 'বিজয়ী'র কম্বল বিতরণ
অসহায় গরিব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন 'বিজয়ী' নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান। মঙ্গলবার (৩ ডিসেম্বর ২০২৪) চাঁদপুর শহরের পুরাণবাজারস্থ ৩নং ওয়ার্ডের দাসপাড়া, পালপাড়া ও জাফরাবাদ এলাকায় নারী উদ্যোক্তাদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিজয়ী’র পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হয়। বৃদ্ধ পুরুষ-নারী ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং তার পাশাপাশি এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। শিক্ষক বেবিন্টন দাস কিরণের পরিচালনায় ও তানিয়া ইশতিয়াক খানের সভাপ্রধানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী নেপাল সাহা, সাংবাদিক আশিক খান, বিজয়ী-এর ভলেন্টিয়ার মিতু আক্তার, মরিয়ম আক্তার, বর্ষা আক্তার, লামিয়া আক্তর, সূচনা আক্তার, কান্তা দে, শশী ইসলাম, আয়শা আক্তারসহ নেতৃবৃন্দ।