প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০
চাঁদপুর জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা
৩ অক্টোবর বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে এই সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সম্পাদক অজয় কুমার ভৌমিক। এ ছাড়া চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার সহকারী পরিচালক পূরবী সরকার ২০২৪-২৫ অর্থ বছরের ক্যালেন্ডার ভিত্তিক কর্মসূচি এবং চাঁদপুর জেলার কাব ও স্কাউট পরিসখ্যান তুলে ধরেন। সবশেষে জেলা প্রশাসক চাঁদপুর জেলা স্কাউটসের সম্প্রসারণ ও উন্নয়ন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
নবাগত জেলা প্রশাসক ও এডিসিকে জেলা স্কাউটসের পক্ষ থেকে সম্পাদক অজয় কুমার ভৌমিক, কমিশনার সামছুল আমীন এল.টি., যুগ্ম সম্পাদক মাসুদ হোসেন খান এ.এল.টি. ও এডি পুরবী সরকার ফুলেল শুভেচ্ছা জানান।