শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর স্মরণে শাহরাস্তি প্রেসক্লাবের দোয়া ও মিলাদ

শাহরাস্তি ব্যুরো ॥
সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর স্মরণে শাহরাস্তি প্রেসক্লাবের দোয়া  ও মিলাদ

চাঁদপুরের কৃতী সন্তান, সাংবাদিক নেতা বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর স্মরণে শাহরাস্তিতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় শাহরাস্তি প্রেসক্লাব কার্যালয়ে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনের সঞ্চালনায় দোয়া ও মিলাদের আলোচনা পর্বে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, রুহুল আমিন গাজী আমাদের অনুপ্রেরণা। কারা নির্যাতিত সাহসী কলম সৈনিক হিসেবে নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে তিনি আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহল একজন অভিভাবক হারিয়েছেন। সাংবাদিক মহল রুহুল আমিন গাজীর অবদান সবসময়ই জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সহ-সভাপতি সজল পাল, নির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, দপ্তর সম্পাদক মহিউদ্দিন ও কোষাধ্যক্ষ জামাল হোসেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ আহমেদ। দোয়া ও মিলাদ মাহফিলে শাহরাস্তি প্রেসক্লাবের সহযোগী সদস্যসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়