বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিংবডির এডহক কমিটির প্রথম সভা ও সুধী সমাবেশ

নিজস্ব প্রতিনিধি ॥
নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিংবডির এডহক কমিটির প্রথম সভা ও সুধী সমাবেশ

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর ডিগ্রি কলেজের এডহক কমিটির প্রথম সভা ও সুধী সমাবেশ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ সেপ্টেম্বর সকালে এ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত এডহক কমিটির সভাপতি নারায়ণপুর ডিগ্রি কলেজের সাবেক কৃতী শিক্ষার্থী মোঃ মাসুদ হাজীর সভাপ্রধানে এবং সহকারী লাইব্রেরিয়ান মুহাম্মদ আরিফ বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিংবডির সাবেক হিতৈষী সদস্য বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মরহুম কামরুল এহ্সান শান্তির সহধর্মিণী কলেজ গভর্নিংবডির সাবেক বিদ্যোৎসাহী সদস্য রাফেয়া আবেদিন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সাবেক শিক্ষক মোঃ আব্দুর রশিদ পাটোয়ারী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অডিট অফিসার মোঃ আব্দুল কাইয়ুম কিরণ মজুমদার, মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল খায়ের, এলজিইডি চাঁদপুর-এর উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ মহসিন।

সুধী সমাবেশ উদ্বোধন করেন নবগঠিত নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিংবডির এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন মিঞা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কাজী মোঃ ফয়সাল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নারায়ণপুর ডিগ্রি কলেজ একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের একটি গৌরবময় ইতিহাস রয়েছে। এইচএসসি পরীক্ষায় বোর্ড স্ট্যান্ডধারী ছাত্র-ছাত্রী বের হতো এখান থেকে। তিনি বলেন, বর্তমান এডহক কমিটি কলেজের লেখাপড়ার মান উন্নয়ন করে অতীতের মতো দক্ষ এবং সুশিক্ষিত নাগরিক প্রত্যাশা করে। কলেজের সার্বিক উন্নয়নে সভায় এডহক কমিটি ও সুধীবৃন্দের সহযোগিতায় কলেজের অবকাঠামোগত উন্নয়ন বাউন্ডারি নির্মাণ এবং একটি নান্দনিক গেট নির্মাণের উপর গুরুত্বারোপ করা হয়। সে জন্য আর্থিক প্রতিশ্রুতি গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ মোঃ মোসলেহ উদ্দিন, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন, নারায়ণপুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান মিলন মিঞা, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুলতান কাজী, ছাত্রদল নেতা মোঃ রাসেল মজুমদার, মোঃ রানা প্রধান, মোঃ জাহাঙ্গীর হোসেনসহ কলেজের শিক্ষক কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়