প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১৩:৫১
কালীপূজা উপলক্ষে মেহের কালীবাড়িতে ব্যাপক প্রস্তুতি
দীপান্বিতা কালীপূজা উপলক্ষে মেহের কালীবাড়িতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার রাতে ঐতিহাসিক মেহের কালীবাড়িতে কালীপূজা উপলক্ষে লক্ষাধিক সনাতন ধর্মাবলম্বীর সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। প্রতি বছর দীপান্বিতা কালীপূজা উপলক্ষে দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীর আগমন ঘটে।
কালীপূজা উপলক্ষে মাসব্যাপী নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মেলার আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও মাঠে মেলার আসর বসেছে। নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। পুলিশ ও আনসার সদস্যরা ছাড়াও সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। ৩০ অক্টোবর রাতে পূজার সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার। এ সময় তারা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আজ ৩১ অক্টোবর সন্ধ্যা থেকে সারারাত সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে মুখরিত থাকবে মেহের কালীবাড়ির পরিবেশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যায় কালীপূজা উপলক্ষে মেহের কালীবাড়ি পরিদর্শন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।