বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ২১:৩৪

ছিনতাইকারী চক্রের কবল থেকে মুক্তি পেলো গাড়িচালক নুরুন্নবী

প্রবীর চক্রবর্তী ॥
ছিনতাইকারী চক্রের কবল থেকে মুক্তি পেলো গাড়িচালক নুরুন্নবী

ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালি গ্রামের গাড়িচালক নুরুন্নবী গাড়িসহ ছিনতাইয়ের শিকার হন। অবশেষে ছিনতাইকারীদের কবল থেকে মুক্তি মিলেছে তার। গত ২৮ অক্টোবর মঙ্গলবার রাতে ঢাকা যাওয়ার পথে দাউদকান্দি এলাকায় ছিনতাইয়ের এই ঘটনা ঘটে। পরবর্তীতে ২৯ অক্টোবর বুধবার গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার উলুখালী এলাকায় স্থানীয় জনতা ছিনতাইকারীদের আটক এবং গাড়িসহ নুরুন্নবীকে উদ্ধার করে স্থানীয় পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় জিডির একটি ঘটনাকে কেন্দ্র করে ফরিদগঞ্জ থানা পুলিশ নুরুন্নবীকে গাড়িসহ ফরিদগঞ্জ থানায় নিয়ে আসে। এ ঘটনায় নারীসহ ৫ জনকে পুলিশ আটক করেছে। পরবর্তীতে ছিনতাইয়ের ঘটনার বিষয়ে মামলা ছিনতাইয়ের ঘটনাস্থল কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় হবে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ওসি হানিফ সরকার।

ঘটনার শিকার নুরুন্নবী বলেন, আমি আমার নিত্যদিনে আমার রুটি রুজির অংশ হিসেবে গত ২৮ অক্টোবর মঙ্গলবার প্রবাসী যাত্রীকে রিসিভের উদ্দেশ্যে ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রাম থেকে প্রবাসী যাত্রীর ৩জন স্বজনকে নিয়ে যাত্রা করি। ওই রাতে ১২টা নাগাদ দাউদকান্দি এলাকায় পৌঁছলে ছিনতাইকারী দলের সদস্যরা মোটর সাইকেলযোগে আমার গাড়ির গতিরোধ করে আমার গাড়িতে প্রবেশ করে প্রথমে আমাকে মারধর ও হাত-পা, মুখ বেঁধে গাড়িটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীরা আমার গাড়িতে থাকা যাত্রীদের স্বর্ণালঙ্কার, নগদ টাকা পয়সা ও মোবাইল ফোন লুটপাট করে নিয়ে ছিনতাইকারীদের একটি দল গাড়ি থেকে নেমে যায়। গাড়িতে থাকা অপর ছিনতাইকারী দলের সদস্যরা ঢাকাতে গিয়ে ওই ৩জন যাত্রীকে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর তারা আমাকে মুক্তি দেয়ার কথা বলে আমার স্বজনদের কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি করে। আমাকে জীবিতাবস্থায় ফিরে পেতে আমার স্বজনরা ছিনতাইকারীদেরকে বিভিন্ন মাধ্যমে দুই লাখ টাকা প্রদান করে। ইতোমধ্যেই আমার বন্ধু মিরাজ হোসেন আমি নিখোঁজের বিষয়ে ফরিদগঞ্জ থানায় জিডি করলে থানার ওসি হানিফ সরকারের দিক-নির্দেশনায় আমাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর এসআই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আমাদের উদ্ধারের জন্যে রওনা দেয়। পুলিশের দেয়া তথ্যে ফরিদগঞ্জ থেকে আমার কিছু চালক বন্ধু অপর একটি গাড়িযোগে উলুখালী এলাকায় পৌঁছলে আমার গাড়িটি দেখে থামানোর চেষ্টার সময় স্থানীয় জনতা এগিয়ে আসে। এ সময় তারা আমাকে উদ্ধার ছাড়াও ছিনতাইকারীদের আটক করে কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির নিকট সোপর্দ করে।

নুরুন্নবী আরো বলেন, ইতোমধ্যে ছিনতাইকারী চক্রের কয়েকজন সদস্যের পরিচয় শনাক্ত করতে পেরেছি। এরা হলো- কচুয়া উপজেলার ৯নং সাচার ইউনিয়নের রাজারামপুর গ্রামের দৌলত, চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী গ্রামের জিল্লুর রহমানের ছেলে মিন্টু তালুকদার (৩৭), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার নয়াকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে মনির হোসেন (২৮), মুন্সিগঞ্জ সদর উপজেলাধীন ছোট কেওয়ার গ্রামের আসাদ ঢালীর মেয়ে আমায়রা ইসলাম ওরফে আয়েশা আক্তার (১৯)। এছাড়া তাদের সাথে আরো ৭ /৮ জনের একটি অজ্ঞাত দল ছিল।

এদিকে ছিনতাইকারী চক্রের কবল পড়ে অনিশ্চিত জীবন থেকে পূর্ণ জীবন ফিরে পেয়ে নুরুন্নবী তার বন্ধু, স্বজন ও পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি হানিফ সরকার জানান, আমার থানায় হওয়া জিডি মূলে নুরুন্নবী ও তার গাড়িটি উদ্ধার করতে সমর্থ হই। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুসারে ছিনতাইস্থল কুমিল্লা জেলার দাউদকান্দি হওয়ায় ভুক্তভোগী নুরুন্নবীকে দাউদকান্দি থানায় মামলা করার জন্যে প্রেরণ করি। এছাড়া আটককৃত অভিযুক্তদেরও দাউদকান্দি থানার পুলিশের কাছে সোপর্দ করেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়