বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

হাজীগঞ্জ লাল-সবুজ স্বেচ্ছাসেবী সংগঠনের সংবাদ সম্মেলন

ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়-ব্যয় হিসাব উপস্থাপন

পাপ্পু মাহমুদ ॥
হাজীগঞ্জ লাল-সবুজ স্বেচ্ছাসেবী সংগঠনের সংবাদ সম্মেলন

দেশের ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় বন্যাদুর্গত এবং চাঁদপুর জেলার হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার পানিবন্দি মানুষের মাঝে প্রায় ৯ লাখ টাকার ত্রাণ (খাদ্য) সামগ্রী বিতরণ করেছে হাজীগঞ্জের লাল-সবুজ স্বেচ্ছাসেবী সংগঠন। ৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে হাজীগঞ্জ রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান সংগঠনের নেতৃবৃন্দ।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য কাদের খান ত্রাণ সামগ্রী কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে বলেন, সম্প্রতি দেশের তিন জেলায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে গত ২২ আগস্ট আমরা কয়েকজন লাল-সবুজ স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম শুরু করি এবং ২৩ আগস্ট থেকে অনুদান সংগ্রহের কাজ শুরু করি।

তিনি বলেন, অনুদান সংগ্রহের শুরু থেকে আমরা দেশের মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানুষ আমাদের ওপর আস্থা ও বিশ্বাস রেখেছেন। তারা আমাদের হাতে টাকা, খাদ্য সামগ্রী ও পোশাক তুলে দিয়েছেন। আমাদের সদস্যরাও জীবনের ঝুঁকি নিয়ে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী ও পরনের কাপড় (পোশাক) পৌঁছে দিয়েছে।

আয়-ব্যয়ের হিসেব উল্লেখ করে তিনি বলেন, আমরা প্রতিদিনের হিসাব প্রতিদিন আমাদের ফেসবুক পেজে উপস্থাপন করেছি এবং কোন্ এলাকার কোথায় এবং কাকে খাদ্যসামগ্রী ও পোশাক দিয়েছি তা আমাদের কাছে রেকর্ড রয়েছে। যে কেউ ইচ্ছে করলে অথবা আমাদের কাছে হিসেব চাইলে দেখতে পারেন। আমরা প্রস্তুত আছি।

কাদের খান বলেন, আমরা ২৩ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুদান সংগ্রহ ও ত্রাণ বিতরণ করেছি। এই কদিনে নগদ ৪ লাখ ২৪ হাজার ৫৪৭ টাকা এবং ৫ লাখ ৪৫ হাজার ১৮৩ টাকার সমমূল্যের খাদ্য ও ঔষধ মানুষ আমাদেরকে অনুদান হিসেবে দিয়েছেন। আমরা ১ হাজার ৩শ’ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছি।

তিনি বলেন, এই ১ হাজার ৩শ’ জনকে প্রতি প্যাকেটে প্রায় ৬৮০ টাকা সমমূল্যের খাদ্য সামগ্রী দিয়েছি। পাশাপাশি বিভিন্ন আশ্রয় কেন্দ্রের ২ হাজার ৫শ’ পরিবারকে পোশাক দিয়েছি। অনুদানের নগদ ৪ লাখ ২৪ হাজার ৫৪৭ টাকার মধ্যে আমরা ৩ লাখ ৩৮ হাজার ৮১৭ টাকা ব্যয় করেছি। বর্তমানে আমাদের হাতে ৮৫ হাজার ৭৩০ টাকা রয়েছে।

পুনর্বাসন কার্যক্রম চলমান থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের হাতে যে টাকা রয়েছে, সেই টাকা পুনর্বাসন কাজে ব্যবহার করবো। আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, আশা করি ভবিষ্যতেও আমাদের পাশে দাঁড়াবেন। আমরা আপনাদের হয়ে দেশের অসহায়, অসচ্ছল কিংবা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবো।

সদস্য মোল্লা রিপনের উপস্থাপনায় বক্তব্য শেষে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ লাল-সবুজ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য আতিকুর রহমান, সাখাওয়াত হোসেন, রেজাউর রহমান শাওন, সফিকুল ইসলাম, মুনতাসির রিয়াদ, রেদোয়ান, আসাদুজ্জামান, কাকন, সাজ্জাদ, বায়েজিদ, মঞ্জুরুল ইসলাম, মুনতাসির জুয়েল, সুমন, শরীফ মজুমদার, ছোটন সাহা, আরেফিন, ইউসুফ, বোরহান, রায়হান, তুহিন, মোফাজ্জল হোসেন, রায়হান মোল্লা, সাইফুল ইসলাম, জাহিদ, নাছির মজুমদার, ইয়াছিন, ইব্রাহিম, তানভীর, রাব্বি ও মোহাম্মদ সেলিম মিয়াসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়