প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের অসাধারণ উদ্যোগ
১২৫ বছরের ইতিহাসে চাঁদপুর পৌরসভা থেকে এই প্রথম গবেষণাগ্রন্থ প্রকাশ
চাঁদপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৮৯৭ সালে। আর ক’মাস পর পৌরসভাটির ১২৫ বছর পূর্ণ হবে। এই ১২৫ বছরের ইতিহাসে চাঁদপুর পৌরসভা থেকে এই প্রথম কোনো গবেষণাগ্রন্থ প্রকাশিত হলো। গ্রন্থটির নাম ‘রবীন্দ্রনাথ ও চাঁদপুরের মানুষেরা’। বইটির লেখক মুহাম্মদ ফরিদ হাসান।
|আরো খবর
গত ৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে এক উৎসবমুখর পরিবেশে এ গ্রন্থটির মোড়ক উন্মোচন করে এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। চাঁদপুর পৌরসভার আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। শিক্ষামন্ত্রীর হাত ধরে বইটির মোড়ক উন্মোচনসহ প্রকাশনা উৎসব হওয়ায় এর লেখক এবং প্রকাশনা প্রতিষ্ঠান নিজেদের ধন্য এবং গৌরবান্বিত মনে করছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী, ডাঃ জেআর ওয়াদুদ টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, পৌর সচিব আবুল কালাম ভূঁইয়া, পৌর কাউন্সিলরগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।
গ্রন্থটির লেখক মুহাম্মদ ফরিদ হাসান জানান, রবীন্দ্রনাথ হাজার বছরের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি। তাঁর জীবন ও কর্মের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন চাঁদপুরের মানুষেরা। তিনি মাত্র একবার চাঁদপুরে এলেও তাঁর স্নেহে-সান্নিধ্যে-কর্মে এ ভূমির মানুষ ওতপ্রোতভাবে দীর্ঘসময় যুক্ত ছিলেন। কালীমোহন ঘোষ, শান্তিদেব ঘোষ, চিত্রনিভা চৌধুরী, সাগরময় ঘোষ, সুকুমারী দেবী, মোহাম্মদ নাসিরউদ্দীন-এঁরা কেউ রবীন্দ্রনাথের একনিষ্ঠ সহকর্মী, কেউ তাঁর সরাসরি ছাত্র, কেউ নিখাদ অনুরাগী। কবি চাঁদপুরে আয়োজিত তাঁর ৭৩তম জন্মোৎসবে আশীর্বাদবাণী হিসেবে একটি কবিতাও পাঠিয়েছিলেন। রবীন্দ্রনাথ ও পূর্ববঙ্গ বিষয়ে উল্লেখযোগ্য গবেষণা হলেও অজ্ঞাত কারণে চাঁদপুরের মানুষের সঙ্গে কবির সম্পর্ক-সংযোগের বিষয়টি দীর্ঘকাল অনালোকিত ছিল। এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করার উদ্দেশ্য নিয়ে ‘রবীন্দ্রনাথ ও চাঁদপুরের মানুষেরা’ গ্রন্থ প্রকাশের প্রয়াস।
বইয়ের উপজীব্য বিষয় সম্পর্কে মুহাম্মদ ফরিদ হাসান বলেন, এ বইয়ে রবীন্দ্রনাথের সরাসরি সান্নিধ্যপ্রাপ্ত চাঁদপুরের মানুষদের কথা, স্মৃতিভাষ্য ও পত্রালাপ তুলে ধরা হয়েছে। একই সাথে কবির চাঁদপুরে আগমন, চাঁদপুরে আসার পথে কবির লেখা গান, ৭৩তম জন্মোৎসবে চাঁদপুরে প্রেরিত কবিতা, বিবৃতি ও উল্লেখযোগ্য ঘটনা বর্ণিত হয়েছে। যুক্ত করা হয়েছে চাঁদপুর-সংশ্লিষ্ট দুর্লভ কয়েকটি ছবি।
তিনি বলেন, এ বইটি প্রকাশ করেছে চাঁদপুর পৌরসভা। এটিই শতবর্ষী চাঁদপুর পৌরসভা থেকে প্রথম প্রকাশিত কোনো গবেষণাগ্রন্থ। এই ইতিহাসের অংশ হতে পেরে আমি আনন্দিত। এমন উদ্যোগের জন্যে পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলকে অশেষ ধন্যবাদ জানাই। চাঁদপুর পৌরসভা শিল্প-সাহিত্যে পৃষ্ঠপোষকতা করছে এটি অনেক আশার খবর।
প্রথম গবেষণাগ্রন্থ প্রকাশ বিষয়ে পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, চাঁদপুর পৌরসভার বয়স এখন ১২৫ বছর। এ দীর্ঘ সময়ে পৌরসভার উদ্যোগে কোনো গবেষণাগ্রন্থ প্রকাশ হয়নি। ‘রবীন্দ্রনাথ ও চাঁদপুরের মানুষেরা’ গ্রন্থটি চাঁদপুর পৌরসভার ইতিহাসে পৌরসভার পৃষ্ঠপোষকতায় প্রকাশিত প্রথম কোনো গবেষণাগ্রন্থ। চাঁদপুর পৌরসভা আগামীতেও চাঁদপুরের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত গবেষণা কাজগুলো করবে।