প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
শাহরাস্তিতে ডাকাতিয়ার পানি বাড়ছে, বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা
প্রতিদিনই বাড়ছে ডাকাতিয়া নদীর পানি। বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে শাহরাস্তি উপজেলার জনগণ। ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। গ্রামীণ সড়কগুলো পানির নিচে তলিয়ে গিয়েছে। বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ইতোমধ্যেই অনেক পরিবার নিকটস্থ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
উপজেলার প্রায় প্রতিটি এলাকাতেই বন্যা দেখা দিয়েছে। এদিকে প্রতিটি মুহূর্তেই বাড়ছে ডাকাতিয়া নদীর পানি। ধারণা করা হচ্ছে, কুমিল্লা অঞ্চলের পানি চাঁদপুরের বন্যা পরিস্থিতি অবনতির মূল কারণ হতে পারে। এতে ব্যাপকভাবে আক্রান্ত হতে পারে শাহরাস্তি উপজেলা।
বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে সার্বিক সহায়তা করে যাচ্ছে উপজেলা প্রশাসন। এছাড়াও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে দিন-রাত দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে। উপজেলার অনেক ব্যাক্তি ও সংগঠনের নেতা-কর্মীরা ইতোমধ্যে ত্রাণ সামগ্রী নিয়ে ফেনী ও নোয়াখালী জেলায় অবস্থান করছেন। প্রতিদিনই শাহরাস্তি উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যুক্ত হচ্ছে নতুন পরিবার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত সহ বেশ ক'টি টিম ত্রাণ সামগ্রী নিয়ে দুর্গত এলাকায় ছুটে যাচ্ছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে। উপজেলা জুড়ে মাছ শিকারের হিড়িক পড়েছে। তবে মৎস্য শিকারীদের হাত থেকে রেহাই পাচ্ছে না পোনা মাছ। এ ক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।