রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০০:০০

ত্রাণ নিয়ে ফেনীর বন্যার্তদের পাশে চাঁদপুরের আলোর দিশারী যুব সামাজিক সংগঠন

স্টাফ রিপোর্টার ॥
ত্রাণ নিয়ে ফেনীর বন্যার্তদের পাশে চাঁদপুরের আলোর দিশারী যুব সামাজিক সংগঠন

ফেনীতে বন্যা কবলিত মানুষের জন্যে ত্রাণ সহায়তা নিয়ে ছুটে গেলো চাঁদপুরের আলোর দিশারী যুব সামাজিক সংগঠন। ২৩ আগস্ট শুক্রবার সংগঠনের উদ্যোগে বন্যার্তদের জন্যে শুকনো খাবার এবং কাপড়সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হয়। ত্রাণ সমগ্রীর মধ্যে রয়েছে চিড়া, মুড়ি, বিস্কুট, মিঠাই, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, দিয়াশলাই, মোমবাতি এবং শিশু ও বড়দের কাপড়। শুক্রবার সকাল থেকে সংগঠনের সদস্যরা দিনভর এই খাদ্য সামগ্রী প্যাকেটজাত করেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ কাউছার জানান, ফেনীতে অসংখ্য মানুষ বন্যায় পানিবন্দি হয়ে আছে। আমরা চাঁদপুরের আলোর দিশারী যুব সংগঠনের পক্ষ থেকে এসব বন্যার্ত মানুষের জন্যে শুকনো খাবার এবং কাপড় নিয়ে যাচ্ছি। আমাদের এই মানবিক কাজে সংগঠন এবং সংগঠনের বাইরে এলাকাবাসী অনেকেই সহযোগিতা করেছেন। আমি তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মানুষ এবং মানবতার কল্যাণে আমাদের এসব কার্যক্রম চলমান থাকবে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াদ বলেন, মানুষের জন্যে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বিভিন্ন দুর্ভোগে সাধারণ মানুষের জন্যে কাজ করেছি। আমরা সংগঠনের পক্ষ থেকে গরিব অসহায় মানুষদের বিনামূল্যে কোরআন শিক্ষা সহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। আমাদের এই কার্যক্রমে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ সহযোগিতা করে থাকেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়