রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০০:০০

জিটি রোডে প্রবাসীকে ডেকে নিয়ে হামলা

নিজস্ব সংবাদদাতা ॥
জিটি রোডে প্রবাসীকে ডেকে নিয়ে হামলা

চাঁদা না পেয়ে মোঃ হোসেন গাজী নামে এক সৌদি প্রবাসীকে হামলার শিকার হতে হয়েছে। ২০ আগস্ট মঙ্গলবার দুপুরে ডিসি অফিসের সম্মুখস্থ জিটি রোড উত্তর এলাকায় বেপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। হামলায় ওই প্রবাসী মারাত্মক আহত হয়েছেন। তিনি বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়র চিকিৎসাধীন রয়েছেন।

আহত মোঃ হোসেন গাজী (৪৮) চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বাসিন্দা। তার মাথা মারাত্মক জখম হয়েছে ও নাক ফেটে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা হয়ে থেতলে গেছে।

স্থানীয় সূত্র জানায়, জিটি রোডে বাড়ি তৈরি করছিলেন সৌদি প্রবাসী মোঃ হোসেন গাজী। তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন স্থানীয় সন্ত্রাসী জামাই আলম (৪০), ভাতের হোটেল রিয়াদ বেপারী (২৫), শাহ আলম খান (৪৫) ও রিয়াদ (২৮)সহ তাদের সহযোগীরা।

আহত হোসেন গাজীর ছেলে রাছেল গাজী জানান, জামাই আলম আমার বাবাকে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে বেপারী বাড়ির সামনে অতর্কিত হামলা করেছে। বাবার শার্ট ছিঁড়ে পকেটে থাকা ৩০ হাজার টাকা ও হাত ঘড়ি ছিনিয়ে নেয়। আমার বাবা বিদেশ থেকে দেশে আসলে প্রায় বিভিন্নভাবে চাঁদা দাবি করে হামলাকারীরা। চাঁদা দিতে রাজি না হওয়ায় বাবাকে রক্তাক্ত করে ফেলে রাখে। পরে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এনে ভর্তি করায়। আমরা আজ (গতকাল) রাতেই মামলা করার প্রস্তুতি নেই।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ মুহসীন আলম জানান, হোসেন নামের প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। বিস্তারিত কারণ এখনো জানা সম্ভব হয়নি। জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়