রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০০:০০

হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠনে ৫ সদস্যের সমন্বয় কমিটি গঠন

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠনে ৫ সদস্যের সমন্বয় কমিটি গঠন

দীর্ঘ প্রতীক্ষার পর হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠনে ৫ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠনসহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটনের সভপ্রধানে ১৭ আগস্ট শনিবার রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত ৩৫ জন সদস্যের সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবকে কার্যকর করার লক্ষ্যে সমন্বয় কমিটি গঠনসহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হলো : বর্তমান গঠনতন্ত্র স্থগিত ও আদালতের রায়ের প্রতি সম্মান জানিয়ে কার্যকরী কমিটির দায়িত্বকাল দু বছরের পরিবর্তে এক বছর মেয়াদ হবে এবং সমন্বয় কমিটির মাধ্যমে কার্যকরী কমিটি গঠিত হবে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনের ভিত্তিতে এবং অন্যান্য পদসমূহ সহ সমন্বয় কমিটি কার্যকরী কমিটি গঠন করবেন। এক্ষেত্রে সমন্বয় কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

সমন্বয় কমিটি ৭ কার্যদিবসের মধ্যে কার্যকরী কমিটি গঠন করবেন এবং আগামী তিন বছরের জন্যে তিনটি (প্রতি বছরের জন্যে একটি) কমিটি গঠন করে দিবেন। এর মধ্যে ধারাবাহিকভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কমিটির নেতৃবৃন্দ একবছর মেয়াদ করে দায়িত্ব পালন করবেন। প্রথম কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণের পর সাধারণ সভার মাধ্যমে গঠনতন্ত্র সংশোধন/পরিবর্তন/পরিমার্জন করবেন এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করবেন।

কার্যকরী কমিটি দায়িত্ব গ্রহণের পর এক বছর মেয়াদ শেষ হওয়ার পরের দিন পরবর্তী বছরের জন্যে গঠিত কার্যকরী কমিটির দায়িত্বকাল শুরু হবে। এ ক্ষেত্রে বর্তমানে দায়িত্ব পালনকারী কমিটি তাদের মেয়াদের অন্তত এক সপ্তাহ পূর্বে পরবর্তী কমিটিকে দায়িত্বভার হস্তান্তর করবেন। বর্তমান কমিটি দায়িত্ব হস্তান্তরে গড়িমসি করলে কিংবা দায়িত্ব হস্তান্তর যদি না করে, তবে তাদের মেয়াদ এক বছর পূর্ণ হলে এই কমিটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল এবং পরের দিন থেকে ধারাবাহিকভাবে দ্বিতীয় ও তৃতীয় কমিটির দায়িত্বকাল শুরু হবে এবং তারা নির্বিঘ্নে দায়িত্ব পালন করবেন।

সদস্য সাইফুল ইসলাম সিফাত ও মোহাম্মদ হাবীব উল্যাহর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সাধারণ সভায় উল্লেখিত সিদ্ধান্তসহ বেশ কিছু মৌখিক প্রস্তাবনা উল্লেখসহ উপস্থিতির সর্বসম্মতির সিদ্ধান্তক্রমে কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হলেন প্রতিষ্ঠাতা সদস্য জহিরুল ইসলাম লিটন, সদস্য সচিব মুন্সী মোহাম্মদ মনির, কোষাধ্যক্ষ এস.এস. চিশতী, সদস্য গাজী সালাউদ্দিন ও কাজী হারুন অর রশিদ।

সভায় প্রেসক্লাবের সদস্য খালেকুজ্জামান শামীম, কাজী মোরশেদ আলম, মোঃ জসিম উদ্দিন বিএসসি, মোঃ হাছান মাহমুদ, মোঃ কামাল হোসেন, হাবিবুর রহমান জীবন, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, এস.এম. মিরাজ মুন্সী, ইমাম হোসেন হীরা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ সাখাওয়াত হোসেন, মনিরুজ্জামান বাবলু, কবির আহমেদ, এনায়েত মজুমদার, মেহেদী হাছান, খন্দকার আরিফ, মুনছুর আহমেদ বিপ্লব, মোঃ আলমগীর কবির, গাজী নাছির উদ্দিন, অমর দাস, মোঃ শাখাওয়াত হোসেন শামীম, জহিরুল ইসলাম জয়, পাপ্পু মাহমুদ, মোঃ মঞ্জুর আলম, মোঃ হুমায়ুন কবির, মোঃ রেজাউল করিম নয়ন ও মোঃ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়