প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০০:০০
সাহার বাজারে ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা করেছে ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর ইউনিয়নের সাহার বাজার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। শনিবার দুপুরে উপজেলার সাহার বাজারে এই দোয়া ও আলোচনা সভা করা হয়। দোয়া ও আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে মেজবানি খাওয়ানো হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর খশরু মোল্লার সভাপতিত্বে ও অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ৪নং সুবিদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপির অন্যতম সদস্য, বিশিষ্ট সার্জারী চিকিৎসক ডাঃ আবুল কালাম আজাদ, ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহসিন হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেন শিপন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম নান্টু, বিএনপি নেতা সবুজ পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক গাজী ত্বহা মিলন, ৪নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বুলু, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খলিফা ও সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মনির পাটোয়ারী, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ভাগিনা রুবেল, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেবেকা সুলতানা, ৩নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাওন চৌধুরী, যুবদল নেতা খোরশেদ আলম, মোঃ মনির হোসেন, ৪নং সুবিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ এমরান হোসেন, সদস্য সচিব মোঃ মোজাম্মেল, যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কালাম, ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ বাবু, সাধারণ সম্পাদক মোঃ রেদোয়ার হোসেন রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মুজাম্মেল হোসেন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবার হোসেন সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।