শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০০:০০

জেলা শ্রমিক দলের জরুরি সভা

স্টাফ রিপোর্টার ॥
জেলা শ্রমিক দলের জরুরি সভা

চাঁদপুর জেলা শ্রমিক দলের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেল ৫ টায় নতুন বাজারস্থ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শ্রমিক ইউনিয়ন অফিসে এ জরুরি সভার আয়োজন করা হয়। সভায় চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল বলেন, আমরা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করেছি, আবার ২০২৪ সালের ৫ আগস্ট স্বাধীনতা অর্জন করলাম। ৫ আগস্ট বাংলাদেশে যে একটা ঐতিহাসিক বিপ্লব ঘটিয়েছে সেজন্য সারা বাংলাদেশের ছাত্র-জনতাকে চাঁদপুর জেলা শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের যে সকল মানুষ বিদেশে অক্লান্ত পরিশ্রম করে দেশে টাকা পাঠায়, যাদেরকে বলা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, তাদেরকেও এ অবৈধ স্বৈরাচার সরকারের মাজাটা ভেঙ্গে দেওয়ার জন্যে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেখছি বিশেষ করে চাঁদপুরে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে, সেই আইনশৃঙ্খলা এবং চাঁদপুরের সুনাম অক্ষুণ্ন রাখার জন্যে আমরা চাঁদপুর জেলা শ্রমিক দল সুন্দর ভূমিকা পালন করার জন্যে আহ্বান জানাচ্ছি। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নাম ভাঙ্গিয়ে একটা কুচুক্রী মহল রাস্তায় নেমে চাঁদাবাজি করছে। এতে শ্রমিক দলের সুনাম নষ্ট হচ্ছে। তাই আমরা সজাগ দৃষ্টি রাখব যেন এই কুচক্রী কোনো কিছুতেই হস্তক্ষেপ করতে না পারে। আমরা বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারকে এ বিষয়ে সাহায্য করবো।

নজরুল ইসলাম বাদল আরো বলেন, আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট তারেক রহমান সুদূর লন্ডন থেকে বার্তার মাধ্যমে বলেছেন, যে ব্যক্তি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, যে ব্যক্তি হত্যা লুণ্ঠনের সাথে সম্পৃক্ত, সে ব্যক্তি আমাদের দলের অন্তর্ভুক্ত হতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মানুষ এবং শ্রমিকের সাথে নিজের সম্পর্ক রাখে। তাই জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদেরকে বলেছেন যে, এই চাঁদাবাজি এবং লুটেরাদের কেউ যেন দলের মধ্যে ভিড়তে না পারে এবং দলের সুনাম নষ্ট না করতে পারে।

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান হাওলাদার, দপ্তর সম্পাদক ফরিদ আহমেদ মস্তান, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নয়ন মাহমুদ ভূঁইয়া, শহর শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কালু ছৈয়াল, সদর উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সভাপতি শহিদ বেপারী সহ সদর উপজেলা শ্রমিক দল, পৌর শ্রমিক দল এবং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়