প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের অবস্থান কর্মসূচি
ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলা সদরস্থ আল-মদিনা হাসপাতাল সংলগ্ন চাঁদপুর-রায়পুর সড়কে এই অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আঃ আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি বিল্লাল কোম্পানি, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দীন বাবুল, উপজেলা বিএনপির সেলিম রাঢ়ী, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল খান, আসাদুজ্জামান খান কালু, উপজেলা যুবদলের মজিবুর রহমান, ফজলুর রহমান, হান্নান, পেয়ার আহমেদ, যুবদল নেতা, মাহাবুব রুবেল, সোহেল মোল্লা ছাত্রনেতা, ইয়াছিন আখন্দ সুজন, মহিন আহাম্মদ ভূঁইয়া, সোহেল রানা, মশিউর রহমান টিপু, খালেক প্রমুখ। বক্তারা আগামীদিনের সকল কর্মসূচি সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের নেতৃত্বে আমরা কঠোরভাবে পালন করবো। একই সাথে কোনোভাবেই ফ্যাসিবাদী সরকারের কোনো প্রেতাত্মাকে মাঠে দাঁড়াতে দেয়া হবে না।