প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০০:০০
মতলবে শিক্ষার্থীদের সমন্বয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান
মতলব দক্ষিণ উপজেলার সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে স্বেচ্ছাশ্রম ও সহযোগিতায় সরকারি স্থাপনাগুলোতে দুর্বৃত্তদের হামলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করা হয়েছে। গতকাল ৭ আগস্ট বুধবার দুপুরে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন শিক্ষার্থীবৃন্দ।
উপজেলা চত্বর, মতলব পৌরসভা, উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়, মুক্তিযোদ্ধা ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ময়লা আবর্জনা পরিস্কার করা হয়।
ছাত্ররা বলেন, দেশটা আমাদের সংস্কার করে আমাদেরই গড়তে হবে। সকলে সকলের জায়গা থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এগিয়ে আসি। শিক্ষার্থীরা শুধু আন্দোলন নয়, দেশ গড়তেও বদ্ধপরিকর। আসুন আমরা সকলে মিলে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলি।