সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০০:০০

মতলব উত্তরে ওবায়দুর রহমান টিপুর নেতৃত্বে আনন্দ মিছিল

মাহবুব আলম লাভলু ॥
মতলব উত্তরে ওবায়দুর রহমান টিপুর নেতৃত্বে আনন্দ মিছিল

আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে আনন্দ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু।

বুধবার বেলা ১১টায় আনন্দ মিছিলটি বের হয়ে থানা রোডসহ ছেংগারচর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ শামীম আহমেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

পরে ছেংগারচর ডিগ্রি কলেজের সামনে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন ওবায়দুর রহমান টিপু। এসময় তিনি বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নতুন দিন পেল। আমি আমার অন্তরের অন্তর্স্থল থেকে ছাত্রদের ধন্যবাদ জানাই। আর যারা এই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

ওবায়দুর রহমান টিপু আরো বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল শান্তিপ্রিয় দল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান শান্তিপ্রিয় মানুষ। তারা দেশের জনগণের কল্যাণে শহীদ জিয়াউর রহমানের মত নিজেদের বিলিয়ে দিচ্ছেন। তাই আমি তাদের একজন কর্মী হিসেবে বলতে চাই কেউ কোনো অস্থিতিশীল আচরণ করবেন না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়