প্রকাশ : ৩১ মে ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জ পৌরসভার টিএলসিসির সভায় মেয়র আবুল খায়ের পাটওয়ারী
উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করতে সকলের সহযোগিতা প্রয়োজন
ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, ফরিদগঞ্জ পৌরসভাকে আমি চেষ্টা তদবির করে প্রথম শ্রেণিতে উন্নীত করেছি। এজন্যে বাংলাদেশ সরকার, এডিবি এবং এএফডির সহায়তায় বাস্তবায়নাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন (আইইউজিআইপি) প্রকল্প, কোভিডসহ কটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। আরো চেষ্টা করছি জলবায়ু প্রকল্পে অন্তর্ভুক্ত হতে। ইতেমধ্যেই চলমান প্রকল্পের কাজগুলো আস্তে আস্তে দৃশ্যমান হবে। আমরা সংশ্লিষ্ট কাজের ঠিকাদারদের কাজের গুণগতমান বজায় রেখে দ্রুত কাজ করার জন্যে তদারকি করে যাচ্ছি। কিন্তু উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ জনগণের প্রত্যেককে এগিয়ে আসতে হবে।
গতকাল ৩০ মে বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ পৌরসভায় বাংলাদেশ সরকার, এডিবি এবং এএফডির সহায়তায় বাস্তবায়নাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)-এর নগর সমন্বয় (ঞখঈঈ) কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খানের পরিচালনায় এ সময় ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের খসড়া উপস্থাপন করা হয়। এ সময় পৌর কাউন্সিলর ও টিএলসিসির সদস্যরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে সদস্যদের আলোচনার প্রেক্ষিতে বাজেটে উন্নয়ন কমর্কাণ্ডের সাথে সাথে পৌর এলাকার সৌন্দর্যবর্ধন, জলাবদ্ধতা নিরসন ও সড়ক বাতি বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়।
সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র আঃ মান্নান পরান, মাজহারুল ইসলাম মিরণ, কাউন্সিলর জাকির গাজী, মোহাম্মদ হোসেন, সাজ্জাদ হোসেন টিটু প্রমুখ।