শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০

মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর সাথে ফতেপুর পশ্চিম ইউনিয়ন নেতা-কর্মীদের মতবিনিময়

মাহবুব আলম লাভলু ॥
মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর সাথে ফতেপুর পশ্চিম ইউনিয়ন নেতা-কর্মীদের মতবিনিময়

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল হাসান রিয়াজের সাথে মতবিনিময় করেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নত দাখিল মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের মোহাম্মদ মানিক দর্জি, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য, ভাইস চেয়ারম্যান প্রার্থী টিউবওয়েল প্রতিকের রিয়াজুল হাসান রিয়াজ।

তারা বলেন, আমরা যদি নির্বাচিত হই তাহলে মতলব উত্তরে উন্নয়নের পরিবর্তন হবে। সর্বক্ষেত্রে উন্নয়ন করে আধুনিক মতলব গড়বো।

ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা মুনছুর আহমেদ বকুল, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু সালেহ মুহাম্মদ খোরশেদ আলম, ফতেপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, উপজেলা যুবলীগের সদস্য রেদোয়ান খন্দকার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন, ইউপির সংরক্ষিত মহিলা সদস্য পারভীন আক্তার, উপজেলা শেখ রাসেল শিশু-কিশোরের সাবেক সভাপতি মানিক বাগ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ সোলায়ান তপু, উপজেলা ছাত্রলীগের সদস্য যুবায়ের আহমদ জনি প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন বেপারি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইঞ্জিঃ ফখরুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আমিনুল ইসলাম, জেলা মোটর শ্রমিক লীগের সভাপতি মাসুদ সরকার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসন কাজল, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামজিদ পাটোয়ারী রিয়াদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়