প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
ফরিদগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, চুরি, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ ড্রেজিং ও সড়কে অবৈধ মাহিন্দ্র ট্রাক্টর বন্ধ করাসহ সব ধরনের অপরাধ নিয়ে আলোচনা হয়েছে। সভায় সমাজ ও দেশের সার্বিক উন্নয়নে সবাই মিলেমিশে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন ভৌমিক, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ফরিদগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাসহ অন্য কর্মকর্তারা।