শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০

শাহরাস্তিতে চোর আটক

মোঃ মঈনুল ইসলাম কাজল ॥
শাহরাস্তিতে চোর আটক

শাহরাস্তি থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে। তার কাছ থেকে চারটি মোবাইল, দুটি পাসপোর্ট, একটি হাতঘড়ি উদ্ধার করা হয়। জানা যায়, গত ১৩ এপ্রিল শাহরাস্তি উপজেলার দেবীপুর গ্রামের মোজাদি বাড়ির মহিউদ্দিনের ঘরে সিদ্ কেটে চোর তার মোবাইল ফোনসহ পাসপোর্ট নিয়ে যায়। এরপর মহিউদ্দিন শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল শাহরাস্তি মডেল থানার এসআই রোকন উদ্দিন লাকসাম উপজেলার আউশপাড়া গ্রামে অভিযান চালিয়ে নজরুল ইসলাম প্রকাশ নাজুকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া ৪টি মোবাইল ফোন, দুটি পাসপোর্ট ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নজরুল ইসলাম আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। সে ডিমাতলী ভূঁইয়া বাড়ির সিদ্দিকুর রহমানের ছেলে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান, শাহরাস্তির দেবীপুরে চুরির ঘটনার পর আমরা চোর ধরতে অভিযান পরিচালনা করি। ২৩ এপ্রিল লাকসাম উপজেলার আউশপাড়া থেকে তাকে আটক করা হয়। আমাদের ধারণা সে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়