প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০
পুরাণবাজার ডাকাতিয়া নদীতে পড়ে শিশু নিখোঁজ
চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে পড়ে জুনায়েদ নামের পাঁচ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে পুরাণবাজার ব্রিজের নিচে ডিগ্রি কলেজের পেছনে নদীর পাড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর নৌফায়ার সার্ভিস ডুবরি দল দুর্ঘটনাস্থলে উপস্থিত হয় এবং শিশুটির দেহ উদ্ধারে কাজ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ব্রিজের নিচে পুরাতন পাট গুদামগুলোতে অনেক পরিবার বসবাস করছে। সেই সুবাদে এলাকার লোকজন ডাকাতিয়া নদীতে গোসল করে। বাবা-মা বা প্রতিবেশীদের অগোছরে পাঁচ বছরের জুনায়েদ খেলা করতে করতে নদীর পাড়ে চলে যায়। কোনো এক ফাঁকে সে পানিতে নেমে পড়ে এবং তলিয়ে যায়। শিশুটি ওই এলাকার নাছিরের ছেলে।