প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০
৪৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশগ্রহণকারীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা
৪৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশগ্রহণকারী সহকারী জজ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা ২৩ এপ্রিল মঙ্গলবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ) রাশেদুল হক চৌধুরীর সঞ্চলনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএমণ্ডবার।
প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণকে পুলিশ বিভাগের কার্যক্রম সম্পর্কে সার্বিক ধারণা প্রদান করা হয়। এ সময় জেলা কার্যালয় পরিদর্শন (ভিজিট) ও পরিচিতি, সিটিজেন চার্টার ও নাগরিক সেবা, চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিট সমূহ, জনবল কাঠামো ও জেলা পুলিশের সার্বিক কার্যক্রম/সাফল্য সমূহ পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সভা শেষে জেলা পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন পুলিশ সুপার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ রিজওয়ান সাঈদ জিকুসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।